মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের পদত্যাগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজনৈতিক চাপান-উতোরের শেষে পদত্যাগ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। রাজনীতিতে নতুন মোড় এল। রীতিমতো সাংবাদিক বৈঠক করে পদত্যাগ করলেন কমল নাথ।।পাশাপাশি বিজেপির বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ।শীগ্রই রাজ্যপালের কাছে জমা দেবে পদত্যাগপত্র।উল্লেখ্য, আস্থা ভোট হওয়ার কথা ছিল মধ্যপ্রদেশ বিধানসভায়। এর মাঝেই পদত্যাগ করলেন কমলনাথ। তাঁর মন্তব্য, “বিজেপি মহারাজের সঙ্গে ষড়যন্ত্র করেছে। একইসঙ্গে ২২ জন বিধায়কের সঙ্গে ষড়যন্ত্র করে মধ্যপ্রদেশের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছে।”