sachin tendulkarOthers Sports 

শচীনের মানবিক মন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ঠেকাতে তিনি আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫লক্ষ টাকা করে দান করেছিলেন। এবার দায়িত্ব নিলেন ৫ হাজার অসহায় মানুষের। এক মাস মুখে অন্ন তুলে দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে নিলেন।জানা গিয়েছে,ক্রিকেটের এই নক্ষত্র শচীন রমেশ তেন্ডুলকর এই অসহায় মানুষগুলোর খাবার তুলে দেবেন “আপনালয়”নামক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে।ওই সংস্থার সঙ্গে মিলিত হয়ে তিনি এই মহান কাজ করবেন।আপনালয় সংস্থা শচীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এজন্য লিটল মাস্টারকে ধন্যবাদ জ্ঞাপন করে ওই সংস্থা।পাশাপাশি শচীনও ওই সংস্থাকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের কাজের প্রশংসা করেন।

Related posts

Leave a Comment