সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত টলিউড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায় (৬৯) ।বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নিজের বাসভবনেই শেষ নিঃশাস ত্যাগ করলেন তিনি।তাঁর দুই মেয়ে বর্তমান।দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সিনেমা জগতে । শুধু বড়ো পর্দাই নয় , ছোট পর্দাতেও তিনি সুনামের সাথে কাজ করেছেন। সিনেমাতে হাতেখড়ি হয়েছিল তপন সিনহার রাজা ছবি দিয়ে।এরপর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। বহু ছবিতে তিনি কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলি হলো কালবেলা, খেলাঘর , হারমোনিয়াম ,গণদেবতা , সংসার প্রভৃতি। রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।বাংলা সিনেমা জগৎ এই অভিনেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।