praimaryEducation 

প্রাথমিকে এবার নিজের জেলায় পোস্টিং পাবেন শিক্ষক শিক্ষিকারা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই এবার নিজ নিজ জেলায় চাকরি করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, আগামী ১ এপ্রিল থেকে শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় পোস্টিংয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। শুরুতে প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া চালু হচ্ছে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাত ও শূন্যপদ বিবেচনা করেই বিভিন্ন স্কুলে বদলির সুযোগ পাবেন শিক্ষকরা। ইতিমধ্যেই যাঁরা বদলির জন্য আবেদন করে ফেলেছেন, তাঁদের বিষয়টি আগে দেখা হবে। প্রসঙ্গত, নিজের জেলায় পোস্টিং বা বদলি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ জানিয়েছেন শিক্ষক- শিক্ষিকারা। আবার অন্যদিকে পোস্টিং নিয়ে সমস্যার জেরে বহু সময় শিক্ষক-শিক্ষিকাদের ছুটি নেওয়াকে কেন্দ্র করে সমস্যায় পড়েছে শিক্ষা দফতরও। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়েছিল মাস কয়েক আগে। অবশেষে সরস্বতী পুজোর দিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, এখন সরস্বতী পুজো, আমাদের সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর জন্য আদর্শ সময়। এই উপলক্ষে রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment