Delhi InvernmentEnviornment Others 

দিল্লির বাতাসে শুদ্ধতার নিরিখে স্বস্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের রাজধানী শহরের এমন তথ্যে স্বস্তিতে সাধারণ মানুষ-সহ পরিবেশবিদরা। বাতাসের শুদ্ধতার নিরিখে হ্যাটট্রিক দিল্লির। ৩ দিন দিল্লির বাতাসের গুণমান রয়েছে “স্যাটিসফ্যাকটরি”। নতুন বছরে এই প্রথম। উল্লেখ্য, বায়ুদূষণের মাত্রা যে হারে বেড়েছিল তার প্রভাবে ক্রমশই খারাপ হয়েছিল বাতাসের গুণমান। সেখানে পরপর ৩ দিন দিল্লির বাতাস নির্দিষ্ট মাপকাঠির বিচারে গুণমানের নিরিখে উত্তীর্ণ হয়েছে বলে খবর। ৩ দিন ধরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের কাঁটা আটকেছে “স্যাটিসফ্যাকটরি”-র দোরগোড়ায়। গত ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত ৩ দিনের হিসেবে এমন তথ্যই প্রকাশ্যে এল। এই তথ্য সামনে এনেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি)। সূত্রের খবর, ২০১৫ সালের মে মাস থেকে বাতাসের গুণমান পরিমাপের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ওই সংস্থা। ওই সংস্থার রিপোর্ট, এখন দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিমাপ ৫১ থেকে ১০০-র মধ্যে ঘোরাফেরা করছে।

Related posts

Leave a Comment