মোহনবাগানকে আই লীগ এনে দিল এক আফ্রিকান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মোহনবাগান আবার ভারতসেরা। হোলি উৎসবের প্রাক্কালে ফুটবলের রং হল সবুজ -মেরুন। পাঁচ বছর আগের সেই এক ছবি। বেঙ্গালুরুর বৃষ্টিস্নাত রাতে ৮৭ মিনিটে নাইজেরীয় বেলো রজ্জাকের হেড জড়িয়ে যায় বেঙ্গালুরুর জালে। ১৩বছরের অপেক্ষার পর মোহনবাগান পেয়েছিল ট্রফি জয়ের স্বাদ। পাঁচ বছর পরে আবারও সেই মুহূর্ত ফিরে এল। আগেরটা ছিল লীগের শেষ ম্যাচ। ড্র করলেই হত মোহনবাগানকে। এবার চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল সবুজ -মেরুন শিবির। মঙ্গলবার আইজলের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালেও ট্রফি পেত মোহনবাগান। তা হয়নি। ১-০ব্যবধানে আইজলকে হারাল মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে ছিল রাতের উল্লাস । প্রতীক্ষার অবসান হল ৮০মিনিটে। এবার মোহনবাগানকে আই লীগ এনে দিল এক আফ্রিকান। জোরালো মাটি ঘেঁষা শট সেনেগালের পাপা বাবা ডিওয়ারার গোল জালে জড়াতেই বাঁধন ছাড়া হল গ্যালারি।