টোকিও অলিম্পিকে ছাড়পত্র শিবপালের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অলিম্পিকে শিবপাল। দ্বিতীয় ভারতীয় হিসেবে জ্যাভেলিনে টোকিও অলিম্পিকে ছাড়পত্র পেলেন শিবপাল সিং। তিনি দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রমে এএনসিডব্লু মিটে ৮৫.৪৭ মিটার ছুঁড়ে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন। এর আগে অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন নীরজ চোপড়া।