বিজ্ঞান শিক্ষায় পড়ুয়াদের আগ্রহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে ব্যাহত হচ্ছে বিজ্ঞান শিক্ষার পঠন-পাঠন। অনেক গ্রামীণ স্কুলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ কমে আসছে পড়ুয়াদের মধ্যে। বিজ্ঞান শিক্ষায় পড়ুয়াদের আগ্রহ তৈরি করার জন্য রাজ্যের সরকারি স্কুলের প্রায় ৫০০ শিক্ষককে নিয়ে হয়েছে অনলাইন কর্মশালা। এক্ষেত্রে জানা গিয়েছে, সায়েন্স কমিউনিকেটরস ফোরামের ওই কর্মশালার পরবর্তী পর্যায়ে পড়ুয়াদের মধ্যে থেকে ‘খুদে বিজ্ঞানী’-দের খুঁজে বের করবেন শিক্ষকেরা। এ বিষয়ে আরও জানা যায়, পরিবেশ ও প্রকৃতিগত ক্ষেত্রে স্থানীয় সমস্যার সমাধানে পড়ুয়াদের মৌলিক ভাবনার উপরেই খুদে বিজ্ঞানীদের নির্বাচিত করা হবে। এক্ষেত্রে ৩০ জন পড়ুয়া জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দেওয়ার সুযোগ পাবে বলেও জানা যায়।

