বাইডেন শপথ নিতেই চাঙ্গা শেয়ার বাজার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৫০ হাজার অতিক্রম করল সেনসেক্স। প্রথমবার এই নজির। বাইডেনের শপথ নিতেই চাঙ্গা হল বাজার।
মার্কিন মুলুকে জো বাইডেন শপথ নেওয়ার পর ঊর্ধ্বমুখী হল বাজার। মুখে হাসি লগ্নিকারীদেরও ৷ সূত্রের খবর, ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এই প্রথম বার ৫০ হাজারের সূচক পেরিয়ে গেল সেনসেক্স ৷ করোনা মহামারির আবর্তে দেশের অর্থনীতি এখনও ঘুরে দাঁড়ায়নি। তবে বাজার চাঙ্গা হচ্ছে, তা প্রমাণিত হল ৷ সূত্রের আরও খবর, ৩০০পয়েন্ট বেড়ে শেয়ার সূচক ৫০ হাজার পেরিয়ে যায় ৷ ৫০,১২৬.৭৩ পয়েন্টে পৌঁছে যায় সেনসেক্স ৷ আবার নিফটির সূচকও বেড়ে হয় ১৪,৭৩৮.৩০৷ উল্লেখ করা যায়,১৯৯৯ সালে ৫০০০ পয়েন্ট অতিক্রম করে সেনসেক্স ৷ ২০ হাজারে পৌঁছতে সময় লাগে আরও ৮ বছর ৷ এরপর ২০১৯ সালের ২৩ মে ৪০ হাজার পার করে সেনসেক্স ৷ এক্ষেত্রে দশ হাজার পয়েন্ট বাড়িয়ে ৫০ হাজারের সূচক পেরোতে ২ বছর সময় লেগে যায়।
এক্ষেত্রে আরও জানা যায়, ঊর্ধ্বমুখী বাজারের সুফল যে সংস্থাগুলির শেয়ার পেয়েছে তার মধ্যে রয়েছে বাজাজ অটো, বাজাজ ফিনসার্ভ, বাজাজ অটো, এইচসিএল টেক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এশিয়ান পেইন্টস ৷ এই সংস্থাগুলির শেয়ার দর প্রায় ১.৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৷ এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণের পর আমেরিকার অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনই অভিমত প্রকাশ করা হয়েছে। রপ্তানি নির্ভর এশিয়ার বাজারও সুফল পাবে বলে জানানো হয়েছে ৷

