গণ-আন্দোলনের অন্যতম মুখ শর্মিষ্ঠা প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে গণ-আন্দোলনের অন্যতম মুখ ও সিপিআই (এম-এল) রেড স্টারের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরি (৪৫) প্রয়াত। সূত্রের খবর, ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম নেত্রী প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছিলেন। করোনায় আক্রান্ত হলেও সেরেও উঠেছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শোকজ্ঞাপন করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, সিপিআই (এম-এল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যও।
