Shekh HasinaOthers 

রমজানের শুভেচ্ছা শেখ হাসিনাকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। এই অতিমারি মোকাবিলায় কী-কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়েছেন পরস্পরকে। পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী, ওষুধপত্র, সড়ক, জলপথ এবং বায়ুপথে বাংলাদেশে সরবরাহের জন্য হাসিনা ধন্যবাদ জানিয়েছেন মোদীকে। উল্লেখ্য, ওআইসি এবং আমেরিকার ধর্মীয় অধিকার রক্ষা সংক্রান্ত কমিশন ভারতকে বৈষম্যের প্রশ্নে আক্রমণ করেছে। বিষয়টি নিয়ে অস্বস্তিতে নয়াদিল্লি। উভয় ক্ষেত্রেই পাল্টা বিবৃতি দিতে হয়েছে সাউথ ব্লককে। বিষয়টি নিয়ে পশ্চিম এশিয়াতে অসন্তোষ বেড়েছে।

Related posts

Leave a Comment