কেরলে সরকারি কর্মীদের বেতনে কোপ, জল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেরল সরকার করোনার বিরুদ্ধে লড়াই করতে তহবিল সংগ্রহের জন্য সরকারি কর্মীদের বেতন কাটতে চলেছে। সূত্রের খবর, হাইকোর্ট এই প্রস্তাবের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর দিনই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ আনার সিদ্ধান্ত গ্রহণ পিনারাই বিজয়ন সরকার। জানা গিয়েছে, প্রতি মাসে ৬ দিনের হিসেবে বেতন কাটা হবে আগামী ৫ মাস ধরে। অর্থমন্ত্রী টমাস আইজ্যাক মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ বিষয়ে জানা যায়, অধ্যাদেশ অনুযায়ী বিপর্যয়ের সময়ে সরকারি কর্মীদের বেতনের ২৫ শতাংশ ৬ মাস পর্যন্ত বকেয়া রাখা যাবে। তবে সে পথে না গিয়ে মাসে ৬ দিনের বেতন কাটার সিদ্ধান্তের কথা ভাবছে সরকার।

