সতর্কতায় এবার টলিউডের শর্টফিল্ম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা সতর্কতায় এবার শর্টফিল্ম। উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউডে অমিতাভ বচ্চনের প্রয়াসে শর্টফিল্মে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই বাংলা শর্টফিল্মে বিপর্যস্ত পরিস্থিতির বার্তা দেবেন টলিউড তারকারা। জানা গিয়েছে, ছবির নাম মুখ্যমন্ত্রীর একটি গানের কথা থেকে নেওয়া হয়েছে– “ঝড় থেমে যাবে একদিন”। ছবির পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল। সূত্রের খবর, সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রায় ৫০ লক্ষ টাকা তোলার লক্ষ্যও রয়েছে। এই অর্থ তুলে দেওয়া হবে টলিউডের টেকনিশিয়ানদের হাতে। বলিউডের শর্টফিল্মটির নাম “ফ্যামিলি”। শর্টফিল্মটির চিত্রনাট্য অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্তের লেখা। সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ। মুখ্যমন্ত্রীর লেখা ওই গানে সুর দিয়েছেন কবীর সুমন।

