মৃদু হৃদরোগে আক্রান্ত মহারাজ, বুকে বসানো হল স্টেন্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শারীরিক অবস্থা খারাপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জানা গিয়েছে, আজ সকালে বুকে ব্যথা অনুভব করার তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, এই খবর জানতেই সৌরভের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পারিবারিক সূত্রে খবর, আপাতত বিপদমুক্ত রয়েছেন মহারাজ। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।
পারিবারিক সূত্রে আরও খবর, এদিন সকালে শরীরচর্চার সময় আচমকা মাথা ঘুরে বাড়িতেই পড়ে যান মহারাজ। এরপর তখন বুকে ব্যথা অনুভব করে চিকিৎসকের পরামর্শে মতো তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকদের অনুমান, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন সৌরভ।
চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভের অবস্থা আগের থেকে ভাল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি চিকিৎসকদের সঙ্গে তিনি কথাও বলেছেন। পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞদের পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, ভর্তির সময় মহারাজের পাল্স রেট ছিল মিনিটে ৭০টি এবং ব্লাড প্রেসার ছিল ১৩০/৮০।
শেষ খবর অবধি জানা গিয়েছে, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে। হার্ট অ্যাটাক ছিল মৃদু। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের অ্যাঞ্জিওপ্লাস্টির চলছে। তাঁর তিনটি আর্টারিতেই ব্লকেজ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে, একটিতে স্টেন্ট বসানো হয়েছে বলে খবর। ৯০ শতাংশ ব্লকেজ পাওয়া গেল তাঁর একটি আর্টারিতেও। প্রয়োজনে ৩টিতেই বসাতে হতে পারে স্টেন্ট।

