bengal local trainBreaking News Travel 

রাজ্যে লোকাল ট্রেন চালু করার আগে ভারতীয় রেলের বিশেষ পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু করার পূর্বে কলকাতা ও শহরতলীর রেলস্টেশন ও স্টেশন চত্বরের আমূল পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় রেল। স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার সামাজিক দূরত্ব বজায় রাখা না গেলে করোনা পরিস্থিতিতে কোনও লাভ হবে না বলে জানিয়েছে রেলমন্ত্রক। রেল সূত্রের খবর, লকডাউনের এই আনলক পর্বে লোকাল ট্রেন চালু হলে প্লাটফর্মে ভিড় কমানোই ভারতীয় রেলের প্রতিটি জোনের প্রধান লক্ষ্য হবে।

ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেল ইতিমধ্যেই লোকাল ট্রেন পরিষেবা শুরু করেছে। অন্যদিকে, পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দায়িত্বভার গ্রহণ করলেন ১৯৮৯ সালের আইআরটিএস ব্যাচের সৌমিত্র মজুমদার। এর আগে তিনি দক্ষিণ-পূর্ব রেলের চিফ প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজার এবং চিফ ট্রাফিক প্লানিং ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। আবার পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকও হন।

Related posts

Leave a Comment