তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতায় বিশেষ কর্মসূচি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় সরকার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে দেশে ৩০০টি নতুন সংস্থাকে সাহায্যের জন্য বিশেষ কর্মসূচি চালু করেছে। সূত্রের খবর, বাছাই করা স্টার্ট-আপের মধ্যে থেকে ১০০টি ইউনিকর্ন সংস্থা তৈরিই এক্ষেত্রে তাদের লক্ষ্য। এ বিষয়ে আরও জানা যায়, এই কর্মসূচির অধীনে সংস্থাগুলিকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত পুঁজি জোগানো, পরামর্শ ও বাজার ধরার সুযোগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

