তেলেঙ্গানা রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২ জুন। ২০১৪ সালের আজকের দিনে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। তেলেঙ্গানা হল দক্ষিণ ভারতের একটি রাজ্য। ১৯৪৭ সাল পর্যন্ত নিজাম-শাসিত দেশীয় রাজ্যে হায়দ্রাবাদের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চল। পরে এটি ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৫৬ সালে হায়দ্রাবাদ লুপ্ত হয়ে এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে গঠিত হয়। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। অপরদিকে হায়দ্রাবাদ শহর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের যৌথ রাজধানীর মর্যাদা পাবে ১০ বছরের জন্য।

