ফুটবলে সুনীল ছেত্রীর নজির
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ফুটবলে সুনীল ছেত্রীর সাফল্যের একনজর। ভারতের জার্সিতে ১৩৩ টি ম্যাচ খেলেছেন তিনি। ৮৫ নম্বর গোল করে সুনীল টপকে গেলেন তারকা ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে। অন্যদিকে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সুনীল ৫ নম্বরে। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৭০০ ম্যাচে ৩৩৩ টি গোল রয়েছে তাঁর। এক্ষেত্রে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এখনও পর্যন্ত ১২২টি গোল করেছেন। এরপর রয়েছেন আলি দায়ি। যাঁর গোল সংখ্যা ১০৯টি। এছাড়া এখনও পর্যন্ত ৯৯টি গোল করেছেন লিওনেল মেসি। ৮৯ টি গোল করেছেন মোক্তার দাহারি।