Syber-1Others 

নেট সুরক্ষার খুঁটিনাটি বিষয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাইবার সুরক্ষায় ভাবনা। সাইবার সুরক্ষা তথা নেট সুরক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে সাধারণ মানুষের সচেতনতার বাড়াতে মেলায় দোকান খুলে প্রচার করছে রাজ্য তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগের সাইবার সিকিউরিটি সেন্টার অব এক্সেলেন্স। সূত্রের খবর, পার্ক সার্কাস ময়দানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের মিলনমেলায় এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, সংখ্যালঘু সমাজের সামনে বিভিন্ন পেশা বা শিক্ষার সুযোগ তৈরি করার পাশাপাশি এ যুগে নিরাপদে বাঁচার জন্য নেট সতর্কতাও সমান জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবার তারই হাতে-কলমে সতর্কতার পাঠ দেওয়া হচ্ছে।

Related posts

Leave a Comment