২০২১-২২ অর্থবর্ষে সুদ সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুদ সিদ্ধান্ত মার্চে। ২০২১-২২ অর্থবর্ষে সদস্যদের কত সুদ দেওয়া হবে সে ব্যাপারে মার্চ মাসে সিদ্ধান্ত গ্রহণ করবে কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) অছি পরিষদ। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব এ প্রসঙ্গে জানিয়েছেন, আগামী মাসে গুয়াহাটিতে পরিষদের এ বছরের শেষ বৈঠক রয়েছে। ইপিএফও-র সম্ভাব্য আয়ের ভিত্তিতে ঠিক হবে সুদ। পরবর্তীতে সেই সুপারিশ অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে।

