“পরিবেশবান্ধব” বাজি : পরিবেশে প্রভাব
বাজারে বাজি। আলোর উৎসবে বাজির রমরমা দেখা যাবে। বর্তমান সময়ে “পরিবেশবান্ধব” বাজি ব্যবহার করার প্রয়াস নেওয়া হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা সরব হয়ে ওঠেন এই সময়। পরিবেশ বান্ধব “সবুজ” বাজির খবর নিয়েও জল্পনা। বিষাক্ত ধোঁয়া, গ্যাস ও তীব্র আলো উৎপন্ন হওয়ার কারণে পরিবেশবিদরা সতর্ক ও সাবধান করে দিয়ে থাকেন। তবে কি বাজি বিমুখ হয়ে পড়েন সকলে? তা মোটেই না। পরিবেশের পক্ষে ক্ষতিকর সেকথা ভেবেই এই নিষেধ। বিষাক্ত কিছু মৌল রয়েছে যা পরিবেশ ও বাতাসের পক্ষে ক্ষতিকারক। কার্বনের নানা যৌগ রয়েছে তা বাজি জ্বালালে উৎপন্ন হয়ে থাকে। পরিবেশ বিশেষজ্ঞদের মত,সব বাজিতে বেরিয়াম,লিথিয়াম,অ্যালুমিনিয়াম সহ বেশ কয়েকটি ভারী মৌল থাকে,ফলে পরিবেশে প্রভাব পড়েই।
Read More