শিশু-কিশোরদের মোবাইল নেশা, দিশেহারা অভিভাবক : কিছু টিপস
বাড়িতে শিশু-কিশোরদের মোবাইলের নেশা। কি করবেন তা নিয়ে দিশেহারা হয়ে উঠছেন অভিভাবকরা। এক সপ্তাহের মধ্যে মোবাইলের নেশা কিভাবে কাটাবেন তার কিছু টিপস আমরা দিতে পারি অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন। ছোটদের মোবাইল ব্যবহারে তার অত্যাধিক রেডিয়েশন ব্রেনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আর অকালে নষ্ট হয়ে যেতে পারে চোখও। ফোন অ্যাডিকশন কমানোর জন্য বিশেষজ্ঞদের বক্তব্য হল -ছোটরা বা শিশু-কিশোররা যা দেখে তাই শিখতে চেষ্টা করে । বাবা-মাকে মোবাইল ব্যবহার করতে দেখে তাদেরও এই যন্ত্রের প্রতি আগ্রহ জন্মে যায় । ধীরে ধীরে ছোটরাও মোবাইলকে নিজেদের সঙ্গী করে নিচ্ছে ।
Read More