বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন
জানেন কি বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন কবে থেকে হয়েছিল। প্রশ্ন এসে যায়,”জগদ্ধাত্রী” শব্দের অর্থটা কি ? পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন,জগৎকে যিনি ধারন ও পালন করে থাকেন তিনিই জগদ্ধাত্রী । হেমন্ত কালের শুক্লা নবমী তিথিতে আমাদের বাংলায় জগদ্ধাত্রী দেবীর আরাধনা হয়। এই হেমন্তে আরাধনা হয় বলেই “হৈমন্তিকা” নামেও পরিচিত মা জগদ্ধাত্রী। পশ্চিমবঙ্গ রাজ্যে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের নাম। তারপর রয়েছে চন্দননগর। তবে এখন রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে কমবেশি এই পুজোর আয়োজন হয়। এবার আসি এই পুজোর শুরুটা কবে থেকে শুরু হয়েছিল তা নিয়ে। এই নিয়ে অবশ্য দ্বিমত…
Read More