গণেশ পুজোর আয়োজন তুঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গনেশ চতুর্থী আগত প্রায়। গোটা দেশে পালিত হয়ে থাকে গণেশ চতুর্থী ৷ এটি বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামে পরিচিত হয়ে আসছে। পুজোর প্রস্তুতি তুঙ্গে । মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু ও কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে গনেশ পুজো হয়ে থাকে। পশ্চিমবঙ্গেও অনেক জায়গাতে গণেশ পুজো হয়ে থাকে । অনেক গৃহে স্থাপন করা হয় গণেশের মূর্তি। তবে করোনা আবহে গণেশ পুজোর জাঁকজমক অনেকটা কমেছে।
ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিনে গণেশ চতুর্থী পালিত হয়ে থাকে। গণেশের জন্মোৎসব হিসেবে এই দিন পালিত হয়ে আসছে। দেবতাদের মধ্যে প্রথম পুজো হয়ে থাকে গণেশের । ১০ সেপ্টেম্বর পড়ছে গণেশ চতুর্থী। এই চতুর্থীতে গণপতিকে তুষ্ট করার জন্য দেওয়া হয় মোদক। হিন্দু পুরাণ অনুযায়ী বলা হয়েছে, মোদক গণেশের প্রিয় খাবার। মিষ্টি খেতে পছন্দ করেন বলেও প্রচলিত রয়েছে। মোদক তৈরির ক্ষেত্রে উপকরণ হিসাবে প্রয়োজন হয় চালের গুঁড়ো, নারকেল কোড়া, এলাচ, গুড় ও সাদা তেল প্রভৃতি। এখন নানা স্বাদের মোদক পাওয়া যায়। যেমন- কেশরি মোদক, ড্রাই ফ্রুট মোদক, চকোলেট মোদক ও মোতিচূর মোদক।

