ত্রিপুরা সুন্দরী মন্দিরে দেবী শক্তির আরাধনা
কার্তিকী অমাবস্যায় হবে দেবী শক্তির আরাধনা। এই কালীপুজো দীপান্বিতা কালীপুজো নামেও পরিচিত। আলোর উৎসবে মাতোয়ারা হবে গোটা বাংলা থেকে ত্রিপুরা।সেই আবহে আকর্ষণের কেন্দ্রবিন্দু মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির।এটি ৫১সতীপীঠের অন্যতম বলে পরিচিত। মহারাজা ধন্য মানিক্য ১৫০১ খ্রিষ্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেছিলেন। দীপাবলিকে কেন্দ্র করে ত্রিপুরেশ্বরী মন্দিরে চলেছে তারই জোর প্রস্তুতি। এই মন্দিরে দেবী প্রতিমা কষ্টি পাথরে নির্মিত। ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর মাতারবাড়িতে ত্রিপুরাসুন্দরী মন্দিরের জনপ্রিয়তা এখন গোটা দেশে। ৫২০ বছরের পুরনো এই মন্দিরকে ঘিরে প্রতিবছর দীপাবলি উৎসব ও মেলার আয়োজন হয়ে থাকে। এখানে দেবীর মূর্তি উচ্চতায় এক মিটার ৫৭ সেন্টিমিটার। প্রস্থ…
Read More