tripuraBreaking News Others 

কাল ত্রিপুরায় ভোট গণনা : ২১ কেন্দ্র থেকে ফল ঘোষণা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আগামীকাল ২ মার্চ ত্রিপুরা বিধানসভার ভোট গণনা প্রক্রিয়া চলবে। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার জন্য গণনা কেন্দ্র করা হয়েছে ২১ টি । আগরতলা শহরের কেন্দ্রে অবস্থিত উমাকান্ত অ্যাকাডেমিতে মোট ১৪টি বিধানসভা কেন্দ্রের গণনার কাজ চলবে বলে জানা গিয়েছে। সোনামুরা উচ্চ বালিকা বিদ্যালয়ের গণনা কেন্দ্রে মোট ৪ বিধানসভা কেন্দ্রের গণনা চলবে বলে জানা যায়। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলবে এই ভোট গণনা। তারই প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সীমান্ত এলাকায় রয়েছে কড়া নজরদারি।

ত্রিপুরার এই গণনার তাৎপর্যপূর্ণ বিষয় হল-মুখ্যমন্ত্রী মানিক সাহার ভাগ্য নির্ধারণ, নজরকাড়া বিধানসভা কেন্দ্র আগরতলার গণনা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখ করা যায়, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮ লক্ষের সামান্য বেশি। মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আগামী কাল। যার মধ্যে ২২ জন মহিলা প্রার্থী রয়েছেন। নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৩৩৩৭টি। যার মধ্যে স্পর্শকাতর কেন্দ্র ছিল ১১২৮টি।

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে। যা গত বিধানসভা নির্বাচনের তুলনায় ৪ শতাংশ কম। এই নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হয়েছে। ভোট ময়দানে ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের শরিক দল ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি)। বাম-কংগ্রেস জোটও লড়াইয়ে। অন্যদিকে রয়েছে তিপ্রামোথা। আসরে রয়েছে তৃণমূল কংগ্রেসও। কাল কী ফলাফল হয় সেদিকে নজর সব রাজনৈতিক বিশ্লেষকদের। নজর আম জনতারও। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment