tripura electionBreaking News Others Politics 

ত্রিপুরার ভোট যুদ্ধের একনজর

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরার মানুষ এখন অপেক্ষায় ১৬ ফেব্রুয়ারির জন্য। ত্রিপুরা বিধানসভা নির্বাচন ঘিরে জোর তৎপরতা। প্রচার অভিযান শেষে নিরাপত্তা বলয়। তবে ত্রিপুরার এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন মহলে চর্চা যেমন চলছে । তেমনি ত্রিপুরার মাটিতে বিশেষ কয়েকটি রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়েও
বিস্তর আলোচনা চলছে। ত্রিপুরার ৬০টি বিধানসভার বিভিন্ন প্রান্তে ভোটের আবহ থাকলেও বিরাট উন্মাদনা চোখে পড়ছে না। ত্রিপুরার বুকে কয়েকটি নাম ঘুরে ফিরেই সামনে চলে আসছে।

এবারের নির্বাচনে প্রার্থী পদে না থাকলেও দলের হয়ে প্রচারের গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়িয়েছেন । তাই সবার নজর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের দিকেই। ত্রিপুরায় সরকারে থাকা লাল সাম্রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার কারণেই প্রচারে মূলত বাম বিরোধীদের তাঁর দিকেই একপ্রকার তীর।

“স্বচ্ছ ভাবমূর্তি”-র প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরার আম জনতার কাছে বার্তা দিয়েছেন, “মানুষ কাজ পাচ্ছে না। মানুষ খাবার পাচ্ছে না। এই রাজ্যে দৈনিক পরিশ্রমের উপরে বহু মানুষ নির্ভর করে থাকেন ৷ বাম সরকারের আমলে এই অবস্থা একেবারেই ছিল না। এর ফলে মানুষের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়েছে। মানুষ তাঁদের নিজেদের ভুল বুঝতে পারছে ৷”

অন্যদিকে আগরতলা কেন্দ্র থেকে ভোট যুদ্ধে সামিল সুদীপ রায় বর্মন। ত্রিপুরার “রবিনহুড” বলে পরিচিত। দল বদল করে ফের ফিরে আসা কংগ্রেসে। নজর তাঁকে ঘিরেও । ভোট প্রচারে তাঁর মুখে শোনা গিয়েছে, “এই ভোট আমাদের কাছে কঠিন নয়। আমি জানি সত্যের জয় হয়। কংগ্রেসের অস্তিত্বের কোনও সঙ্কট নেই। মানুষের কথা ভাবতে ভাবতে আমরা চলি। অনেকেই কংগ্রেস ছেড়ে চলে যান, আবার কংগ্রেসে ফিরে আসেন। এর জ্বলন্ত উদাহরণ হলাম আমি।”


এই নির্বাচনে নজর রয়েছে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের দিকেও। ধনপুর কেন্দ্র থেকে তিনি ভোটে লড়ছেন। এই বিজেপি প্রার্থীর পরিচয় -“ত্রিপুরার দিদি” হিসেবে ৷ ত্রিপুরার মাটি থেকে বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ৷ এবারে বিধানসভা ভোটে প্রতিমা ভৌমিককে ধনপুর আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। এই ধনপুর আসন থেকেই বরাবর জয়ী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ আমজনতা সহ সংবাদ মাধ্যমের চোখ রয়েছে ধনপুর কেন্দ্রটির দিকেও। এবার মানিক সরকার ভোটে প্রার্থী না হওয়ায় ত্রিপুরার এই আসন বামেদের হাতছাড়া হয় কিনা,সেটাই দেখার বিষয়।


পাশাপাশি ত্রিপুরায় বিজেপি-র বিরাট ভরসা অন্য এক মানিকও। মানিক সাহা এবার বিধানসভা ভোটে বিজেপির অন্যতম মুখ। ত্রিপুরায় “বিপ্লব যুগ” অবসানের পর তাঁর কাঁধেই দায়িত্ব। বিপ্লব দেব মুখ্যমন্ত্রীর আসন ছাড়ার পর সব রকম ঝড়-ঝাপটা সামলাতে হয়েছে তাঁকে। ভোট যুদ্ধের প্রচারে তাঁর মুখে প্রত্যয়ী বার্তা, “ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে দল শুধু মানুষের জন্য কাজ করে। উন্নয়নকে অগ্রাধিকার দেয় এই পার্টি। তাই মানুষ এখন অপেক্ষায় রয়েছে ১৬ ফেব্রুয়ারির জন্য। রাজ্যের সবগুলি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়ী করে দ্বিতীয় বার বিজেপি সরকার গঠিত হবে।”

ভোটের আবহে তাঁর মুখে আরও শোনা গেল,”মডেল ত্রিপুরা গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এই সরকারের অন্যতম লক্ষ্য -ত্রিপুরাকে দেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলা ও নেশা মুক্ত ত্রিপুরা হিসেবে রাজ্যকে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করা।” রাজনৈতিক বিশ্লেষকরা এখন তাকিয়ে ত্রিপুরার ভোটের দিকেই। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment