evmOthers Politics 

২২ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি পুরভোট চায় কমিশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধাননগর-সহ ৫ পুরভোট ২২ জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ১০৬টি পুরসভার ভোট গ্রহণ ২৭ ফেব্রুয়ারি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। উল্লেখ করা যায়, ২২ জানুয়ারি ২৭ ফেব্রুয়ারি পুরভোট চাইছে রাজ্য নির্বাচন কমিশন। হলফনামায় হাইকোর্টকে জানাতে চলেছে কমিশন। তবে হাওড়া ও বালির পুরভোট এখনই নয় বলে জানা গিয়েছে। কলকাতার পর রাজ্যের বাকি জেলাগুলিতে পুর নির্বাচন কবে হবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। তবে অনেকটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে আজ।

উল্লেখ্য, রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১১টি পুরসভায় ভোট গ্রহণ পর্ব চলবে। যায় মধ্যে ৫টি পুরনিগমও রয়েছে। কলকাতা পুরসভার নির্বাচন পর্ব সমাপ্ত। বাকি রয়েছে ১০৬টি পুরসভা। এক্ষেত্রে এই সব পুরসভাগুলিতে কবে ভোট হবে, তা কমিশনের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। ২৩ ডিসেম্বরের মধ্যে সম্ভাব্য দিন জানানোর নির্দেশও দিয়েছে আদালত। এরপর আদালতে হলফনামা জমা দিয়ে বাকি পুরসভাগুলির সম্ভাব্য ভোটের তারিখ জানিয়েছে কমিশন। আদালতে কমিশন সূত্রে জানানো হয়েছে, দু’দফায় ভোট করতে আগ্রহী তারা।

এক্ষেত্রে বলা হয়েছে, প্রথম দফায় ৫টি পুরনিগমে। এরপর দ্বিতীয় দফায় বাকি পুরসভাগুলির নির্বাচন করানোর ভাবনা রয়েছে তাদের। কমিশন সূত্রে জানানো হয়, হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরনিগমে ভোট হতে পারে আগামী ২২ জানুয়ারি এবং বাকি পুরসভাগুলিতে ভোট নেওয়া হবে ২৭ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার মামলাটি আদালতে ওঠার পর হলফনামা দিয়ে রাজ্যের বাকি পুরসভার ভোটের সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Related posts

Leave a Comment