লোকাল ট্রেন চালুর ক্ষেত্রে ৫ নভেম্বর চূড়ান্ত বৈঠকে সিদ্ধান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খুব শীঘ্রই লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, রেল কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে একাধিক প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই চালু হোক লোকাল ট্রেন বলে জানানো হয়েছে। তবে কীভাবে লোকাল ট্রেন চালু হবে এই সংক্রান্ত বিষয়ে আগামী ৫ নভেম্বর চূড়ান্ত বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সূত্রের আরও খবর, কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, তা নিয়ে বৈঠক হওয়ার পাশাপাশি ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থাৎ একটি লোকাল ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চালানোর ভাবনা। সূত্রের আরও খবর, শুরুতে ১০ থেকে ১৫ শতাংশ লোকাল দিয়েই রেল পরিষেবা শুরু করতে চাইছে রেল। এরপরে ২৫ শতাংশ লোকাল চালানোর প্রস্তাব রয়েছে রেলের। তবে লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার সংস্থান রাখছে না রেল কর্তৃপক্ষ। পাশাপাশি সব স্টেশনে লোকাল ট্রেন না দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।

