DuttabadBreaking News Health 

দত্তাবাদে শুরু হলো করোনার ভ্যাকসিনের ড্রাই রান

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: আজ সল্টলেকের দত্তাবাদে শুরু হলো করোনার ভ্যাকসিনের ড্রাই রান। সূত্রের খবর, দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ড্রাই রান শুরু হলো আজ সকাল বেলায়। কাদের কীভাবে করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হবে এবং টিকাকরণের পর কোনও সমস্যা হলে কীভাবে তার মোকাবিলা করা হবে এই সবকিছু যাচাই করতে করোনার ভ্যাকসিনের ড্রাই রান হলো শুরু হল আজ।

সূত্রের আরও খবর, এদিন সল্টলেকের দত্তাবাদ ছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম ও আমডাঙায় করোনা ভ্যাকসিনের ড্রাই রানও চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনা ভাইরাসের টিকার এই ড্রাই রানে টিকার মজুতকরণ, টিকা স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার সময় সুরক্ষা বিধি কীভাবে মানতে হবে এবং টিকা নেওয়া মানুষদের কোনও সমস্যা হলে কীভাবে তাঁদের দেখভাল করতে হবে, এই বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। মূলত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন যেমন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের এই ড্রাই রানে যুক্ত করা হয়েছে বলেও খবর।

Related posts

Leave a Comment