এ বছর নোবেল ব্যাঙ্কোয়েট বাতিল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা জেরে এ বছর নোবেল ব্যাঙ্কোয়েট বাতিল ঘোষণা করল নোবেল ফাউন্ডেশন।জানা গিয়েছে, এ বছর ডিসেম্বর মাসে নোবেল ব্যাঙ্কোয়েট অনুষ্ঠিত হবে এমনটাই ঠিক ছিল।তবে তা বাতিল করার কথা ঘোষণা করল নোবেল ফাউন্ডেশন কর্তৃপক্ষ।উল্লেখ্য,করোনার দাপটেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।এর আগে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নোবেল ব্যাঙ্কোয়েট অনুষ্ঠান বাতিল করেছিল নোবেল ফাউন্ডেশন কর্তৃপক্ষ।এছাড়া বিশেষ কারণে ১৯৫৬ সালেও ব্যাঙ্কোয়েট বাতিল করে ওই কর্তৃপক্ষ।

