সেনাবাহিনী পেতে চলেছে অ্যান্টি-ট্যাঙ্ক ‘ধ্রুবাস্ত্র’ ক্ষেপণাস্ত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করে গড়া হচ্ছে।সূত্রের খবর, সেনা পেতে চলেছে অ্যান্টি-ট্যাঙ্ক ‘ধ্রুবাস্ত্র’ ক্ষেপণাস্ত্র।জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি মেড ইন ইন্ডিয়ার।আরও জানা গিয়েছে , ক্ষেপণাস্ত্রটি শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে। ওড়িশার বালাসোরে পরীক্ষা-নিরীক্ষা করে তা তুলে দেওয়া হচ্ছে ভারতীয় সেনার হাতে।ভারতীয় সেনার ধ্রুব হেলিকপ্টারে এটি ব্যবহার হওয়ার কথা।হেলিকপ্টারে ব্যবহার করার কথা হলেও যে পরীক্ষা চালানো হয়েছে, তা হেলিকপ্টার ছাড়াই করা হয়েছে। প্রসঙ্গত , এই ক্ষেপণাস্ত্রটির নাম ছিল নাগ। যা এখন বদলে ধ্রুবাস্ত্র করা হয়েছে।সেনা সূত্রের খবর ,এই ক্ষেপনাস্ত্র দেশীয় পদ্ধতিতে তৈরি। এর ক্ষমতা রয়েছে ৪ কিমি অবধি। নির্দিষ্ট এলাকায় যে কোনও ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। আবার ধ্রুব হেলিকপ্টারও সম্পূর্ন দেশীয় হেলিকপ্টার।ডিআরডিও-র ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে , ধ্রুবাস্ত্র তৃতীয় প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল (এটিজিএম) সিস্টেম। যে কোনও পরিস্থিতিতে যে কোনও আবহাওয়ার মধ্যেও এই মিসাইল কাজ করতে সক্ষম।

