স্টেডিয়াম বদলে গেল হাসপাতালে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাতারাতি গোটা একটা বৃহৎ স্টেডিয়াম পরিণত হল কোভিড হাসপাতালে। এবার থেকে কিশোর ভারতী স্টেডিয়াম ব্যবহার করা হবে করোনা রোগীদের চিকিৎসার জন্য। সূত্রের খবর, ১৫০টিরও বেশি বেড রয়েছে কিশোর ভারতী স্টেডিয়াম হাসপাতালে। এক্ষেত্রে জানা গিয়েছে, জেনারেল ওয়ার্ডের পাশাপাশি আইসিইউ ও এইচডিইউ-এর সুবিধাও রয়েছে। সূত্রের আরও খবর, স্টেডিয়ামের বাইরেই রয়েছে অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা। ফলে রোগীদের অক্সিজেনের অসুবিধা হবে না। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগে থেকেই কিশোরভারতী স্টেডিয়ামকে সেফ হোমের ব্যবস্থা করা হয়। বর্তমানে সেটা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে পুরোপুরি হাসপাতাল চালু করা হল। এক্ষেত্রে আরও জানা যায়, হাসপাতালে ৫৩ টি বেডের মধ্যে জেনারেল বেড রয়েছে ৮০টি । হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

