রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে বাড়ার সম্ভাবনা তাপপ্রবাহ। বঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। দিল্লির মৌসমভবন সূত্রেও তাপপ্রবাহ বাড়ার পূর্বাভাস পাওয়া গিয়েছে। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে সম্ভাব্য গরমের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওই দপ্তর সূত্রে আরও খবর, গ্রীষ্মে গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।