লকডাউন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গোটা বিশ্ব করোনা সংক্রমণে জেরবার। ভারতও পরিস্থিতি মোকাবিলায় মরিয়া। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিন লকডাউনের ঘোষণা করেছিলেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০০। মৃত্যুর সংখ্যা ৩২। এই পরিস্থিতিতে ২১ দিনের লকডাউনের কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আবার কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিতে পারে বলেও জল্পনা। এই জল্পনা খারিজ করে দিলেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। এ বিষয়ে তিনি জানালেন, লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। তবে পরিস্থিতি বিবেচনা করে বদলাতে পারে সিদ্ধান্ত।