বিশেষ পোশাকের ব্যবস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের পূর্ত ও নগরোন্নয়ন দপ্তর পুরসভার শববাহী গাড়ির চালক ও তাঁর সহকারীর জন্য বিশেষ পোশাক দিচ্ছে। ওই দপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরসভার শববাহী গাড়ির চালক ও সহকর্মীর জন্য অ্যাপ্রোন, মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা করছে। জানা গিয়েছে, শববাহী গাড়ি পেতে এখন সমস্যা হচ্ছে। অনেক চালকই এই করোনাজনিত পরিস্থিতিতে গাড়ি চালাতেও চাইছেন না। তাই এই বিশেষ পোশাকের ব্যবস্থা করছে রাজ্য পূর্ত ও নগরোন্নয়ন দপ্তর।