আগামী ১ অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিনোদন জগৎ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যাত্রা, নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তমঞ্চ, নাচ, ম্যাজিক শো ও গান চলতে পারবে আগামী ১ অক্টোবর থেকে। তবে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। পাশাপাশি মানতে হবে কোভিড প্রটোকলও। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া ও স্যানিটাইজারের ব্যবহার আবশ্যিক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর খুশি শিল্পী মহল, কলাকুশলী থেকে সিনেমা হলের মালিকরাও।
জানা গিয়েছে, গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আজ নিউটাউনের বিশ্ব বাংলা গেটের নীচে মুক্ত মঞ্চের পক্ষ থেকে সমস্ত শিল্পী ও কলাকুশলীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর জন্য একত্রিত হয়। এর পাশাপাশি তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান, ৫০ জন নয়, সামাজিক দূরত্ব বজায় রেখে আরও একটু বেশি জমায়েত যাতে করা যায়। কারণ হিসেবে বলা হয়, কোথাও অনুষ্ঠান হলে শিল্পী এবং কলাকুশলী মিলিয়ে ৫০ জনের বেশি থাকে। তা না হলে দর্শক আসবে কীভাবে।

