বিশ্ব পর্যটন দিবসে বিশেষ আয়োজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ৪ দিনের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চলীয় দপ্তর আজ কলকাতায় অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অব বেঙ্গলের সঙ্গে একযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করবে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, শোভাযাত্রা ছাড়াও থাকবে বিভিন্ন অনুষ্ঠান। ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে একসূত্রে এই আয়োজন হচ্ছে। পাশাপাশি থাকবে ফেসবুক লাইভ। জানা গিয়েছে, পর্যটন ও গ্রামীণ উন্নয়নের ওপর বক্তব্যও রাখা হবে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বাউল গান ছাড়াও পুতুল তৈরি ও অন্যান্য শিল্পকলার নিদর্শন থাকবে ফেসবুক লাইভে। এছাড়া বর্ধমান, বাঁকুড়া ও উত্তরবঙ্গ-সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও থাকবে ফেসবুক লাইভ অনুষ্ঠান।

