তিন নয়া কৃষি আইন কার্যকর করার উপরে স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৩ কৃষি আইনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সূত্রের খবর, এটি আন্দোলনের জয়,এমনই দাবি করলেন কৃষকরা।
কৃষি আইন নিয়ে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার ৷ তিনটি নতুন কৃষি আইন কার্যকর করার উপরে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন ৷ চার বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত ৷ এক্ষেত্রে জানা গিয়েছে, ওই কমিটি আইন নতুন ৩টি আইন খতিয়ে দেখার পাশাপাশি সবপক্ষের মতামত শুনবে ৷ পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তিনটি কৃষি আইনের উপরে স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানা গিয়েছে ৷ আদালতের রায়ের পর কৃষক সংগঠনের নেতারা দাবি করছেন, তাঁদের আন্দোলনের জয় হল ৷ সূত্রের আরও খবর,সুপ্রিম কোর্টের গঠিত ওই কমিটিতে যে ৪ জনকে রাখা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কৃষক নেতা জিতেন্দর সিং মান, আন্তর্জাতিক নীতি নির্ধারক প্রমোদ কুমার যোশী, কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি এবং মহারাষ্ট্রের শিবখেরি সংগঠনের নেতা অনিল ধনওয়াত ৷
উল্লেখ করা যায়,সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ইঙ্গিত দিয়েছিল, কেন্দ্রীয় সরকার আইন কার্যকর করা থেকে বিরত না থাকলে স্থগিতাদেশ জারি করা হবে ৷ আদালত যাতে স্থগিতাদেশ জারি না করে, তার জন্য এদিন শুনানি চলাকালীন বিচারপতিদের তা বোঝানোর আপ্রাণ চেষ্টা করেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল ৷ এক্ষেত্রে বলা হয়েছে, নতুন তিনটি আইনই কৃষক স্বার্থ সুরক্ষিত করবে, কৃষি জমি কেড়ে নেওয়ার কোনও সংস্থান নতুন আইনে নেই বলেও আদালতকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রধান বিচারপতি এস এ বোবদে বুঝিয়ে দেন, আইন প্রণয়নের আগে যথাযথ আলোচনা করা হয়নি বলেই আদালতের মনে হয়েছে ৷ আইনে স্থগিতাদেশ জারি করার ক্ষমতা শীর্ষ আদালতের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷

