aaaaaaaaaaaOthers World 

২ দিন টানা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, উত্তর জুড়ে ফের জাঁকিয়ে শীত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বসন্তের সন্ধ্যায় অকাল কালবৈশাখী কলকাতায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়াদফতর। তবে এই পরিস্থিতি তৈরি হতে ৪৮ ঘন্টা সময় লাগবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়াদফতর।
বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। ঝড়ো হাওয়া সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে উত্তরের বিভিন্ন জায়গায়। শিলাবৃষ্টির কারণে বরফের চাদরে মুড়ে গিয়েছে দার্জিলিং শহর। বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি; কোচবিহার; কালিম্পঙ; ও আলিপুরদুয়ারেও।
পরবর্তী ৪৮ ঘন্টায় উত্তরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে হাওড়া অফিস।হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। এর পাশাপাশি পূবালী হাওয়া এবং পশ্চিমি হাওয়ার সঙ্ঘাতে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই এমন বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর সঙ্গে বর্ষার কোনও যোগ নেই।

Related posts

Leave a Comment