মানিকতলার ৩টি বস্তির নামকরণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রামকৃষ্ণ পরমহংসদেব, সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের নামে মানিকতলার ৩টি বস্তির নামকরণ হল। কলকাতা পুরসভার এই উদ্যোগ। প্রতিটি বস্তির প্রবেশপথেই বড় করে তোরণ এবং এই ৩ মনীষীর মূর্তি স্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে। বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, মানিকতলা মেন রোডের মদেরগলি বস্তির নাম হয়েছে সারদাপল্লি। মারোয়াড়ি বাগানের রামকৃষ্ণ পল্লী এবং পিতলপাড়ার নাম হয়েছে বিবেকানন্দ পল্লী। কাউন্সিলর তহবিলের টাকাতেই এই কাজ করা হয়েছে।