Baruipur Central JailOthers 

অরাজকতা নিয়ে ধুন্ধুমার বারুইপুর সংশোধনাগারে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বারুইপুর সংশোধনাগারে গতকাল বন্দি সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। গতকাল সন্ধের পর ফের রাতে গোষ্ঠীকোন্দল বাধে। বন্দিদের মধ্যে বচসা একসময় হাতাহাতিতে পৌঁছে যায়। গন্ডগোল আটকাতে গিয়ে নিগৃহীত হন অতিরিক্ত জেলার শ্যামল চক্রবর্তী। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে রীতিমতো খন্ডযুদ্ধ বেধে যায় বন্দিদের। সংশোধনাগারের ভেতর থেকে বাইরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে বন্দিরা। আলোচনার পর অবশেষে সমাধানসূত্র মেলে বারুইপুর সংশোধনাগারে। ডিজি কারা অরুণ গুপ্তা, আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠি ও বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার দফায় দফায় বন্দিদের সঙ্গে আলোচনায় বসেন। খারাপ ব্যবহার ও টাকা চাওয়ার অভিযোগ তুলে ৩০ জন সংশোধনাগার কর্মীকে আটকে রাখে বন্দিরা।

Related posts

Leave a Comment