পশ্চিম আফ্রিকার গির্জায় বন্দুকবাজের হামলা, মৃত্যু ২৪ জনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরপ্রান্তে একটি গির্জায় বন্দুকবাজের হামলা হল। এর জেরে মৃত্যু ২৪ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে একজন যাজকও রয়েছে বলে খবর। গ্রামীণ গির্জায় এই হামলার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হামলায় প্রায় ১৮ জন জখম হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর পাশাপাশি ৩ জনকে অপহরণও করেছে ওই জঙ্গিরা, এমনও খবর। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে নিগার সীমান্তের কাছে ইয়াগা প্রদেশের পানসি শহরে অবস্থিত একটি গ্রামীণ গির্জায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের অনেকে ওই চার্চে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। হঠাৎ সেখানে হামলা চালায় একদল বন্দুকবাজ। স্থানীয় মানুষদের একসঙ্গে করার পর পুরুষ ও মহিলাদের আলাদা করে জঙ্গিরা। এরপর পুরুষদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বন্দুকবাজরা।