মাধ্যমিকের প্রথম পরীক্ষা শুরু হতেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রশ্নপত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন থেকেই একের পর এক বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ২০১৯ সালে পরপর সাতটি বিষয়ের প্রশ্নই ফাঁস হয়ে গিয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার আরও বেশি সতর্ক ছিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলাকালীন বহু জায়গায় পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সতর্কতা কেবল পরীক্ষার্থীদের জন্যে নয়, শিক্ষক-শিক্ষিকাদের জন্যেও একগুচ্ছ সিদ্ধান্ত নেয় পর্ষদ। কিন্তু এতো কিছু সত্ত্বেও আটকানো গেল না প্রশ্ন ফাঁস। আজ প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল প্রথম ভাষার প্রথম পত্রের প্রশ্নপত্র। আজ মঙ্গলবার বেলা ১২টার পর মালদহের বিভিন্ন অংশে হোয়াটসঅ্যাপে ঘুরতে থাকে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র। অভিভাবকরা দাবি করেছেন, ভাইরাল হওয়া প্রশ্নপত্র আজকের পরীক্ষারই।
হোয়াটসঅ্যাপে মেলা প্রশ্নপত্র আদৌ ফাঁস হওয়া প্রশ্ন কিনা তা এখনও যাচাই করা হয়নি। অন্যদিকে, মালদহ জেলার পরীক্ষা আহ্বায়ক বিপ্লব গুপ্ত প্রশ্নফাঁসের বিষয়টি অস্বীকার করেছেন। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এরপর সম্পূর্ণ বিষয়টি জানার জন্য পর্ষদ সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।