মানুষের সুখ কিসে! : গবেষণার রিপোর্ট
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: অনেকেই বলে থাকেন, টাকায় সব সুখ। আবার কারও কারও মতে, স্বাস্থ্য ভাল থাকলেই সুখী হতে পারেন মানুষ। প্রকৃতপক্ষে মানুষ কিসে সুখী তা জানাল গবেষণার রিপোর্ট। জেনে নিন সেই গবেষণার রিপোর্ট কি বলছে।
দরিদ্র মানুষদের ৮০ শতাংশ মানুষ জানিয়েছেন, অর্থ, ক্ষমতা ও সমাজে ভাল অবস্থান মানুষকে সুখী করে থাকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় এমনই তথ্য সামনে আনা হয়েছে। উল্লেখ করা যায়, ১৯৩৮ সালে এই গবেষণার শুরু হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। দীর্ঘকাল ধরে এই গবেষণা চলেছে।
গবেষণার রিপোর্ট অনুযায়ী অন্য একটি অংশের বক্তব্য ,”সুসম্পর্কই মানুষকে সুখী ও সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে পারে। জানা গিয়েছে, অনেক গবেষকদের মৃত্যু হলেও এই গবেষণা থেমে থাকেনি।
এই গবেষণায় অনেক মানুষকে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রথম দলটিতে ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা ছাত্র-ছাত্রীরা। অপর দিকে অন্য দলে রাখা হয়েছিল বোস্টন শহরের দরিদ্র পরিবারের মানুষদের। ২-৩ বছর অন্তর অন্তর ওইসব মানুষদের মধ্যে থেকে বিভিন্ন ডেটা নেওয়া হয়েছে। এরপর তুলে ধরা হয়েছে সেই তথ্য। (ছবি: সংগৃহীত)

