ইয়েমেনের আকাশপথে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা, নিহত ৩১
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দু-দিন আগে ইয়েমেনের বুকে সৌদি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিল হুথি জঙ্গিরা। এর জবাবে সম্প্রতি ইয়েমেনের হুথি অধ্যুষিত অল-জাওয়াফ প্রদেশে আকাশপথে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জেরে প্রাণ গেল ৩১ জনের। তাঁরা সকলেই সাধারণ নাগরিক এমনটাই জানা গিয়েছে রাষ্ট্রপুঞ্জের সূত্রের খবরে। প্রসঙ্গত, ইয়েমেনের অল-জাওয়াফ প্রদেশটি ইরান-মদতপুষ্ট হুথি জঙ্গিদের নিয়ন্ত্রণাধীন। সৌদি-সমর্থিত সরকারি বাহিনী সেখানে অপারেশন চালিয়েছে। ওই সময়ই গুলি করে সৌদির টর্নেডো বিমানকে নামায় হুথি জঙ্গিরা। এরপরই আকাশপথে হামলা হয়। ইয়েমেনে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর লিসা গ্রান্ডের মন্তব্য, “এটা ভয়াবহ হামলা। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, যে-কোনও বাহিনী নাগরিকের প্রাণ বাঁচাতে বদ্ধপরিকর। ৫ বছরের অশান্তিতে সেই আন্তর্জাতিক আইনও আর গুরুত্ব পাচ্ছে না। এটা সত্যিই চিন্তার।”