Cobe BryantOthers Sports 

কিংবদন্তি কোবে ব্রায়ান্টের নামে “কোবে পুরস্কার”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এনবিএ অল স্টার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারের নাম এবার কিংবদন্তি কোবে ব্রায়ান্টের নামে। ১৮ বার অল স্টার টিমে সুযোগ পেয়েছিলেন কোবে। গত ২৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলিসের উপকণ্ঠে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান কোবে। এনবিএ কমিশনার অ্যাডাম সিলভার জানিয়েছেন, এই পুরস্কারের সঙ্গে কোবের নাম এবার জুড়ে যাচ্ছে।

Related posts

Leave a Comment