ArmandOthers Sports 

নিজের রেকর্ড ভেঙে ফের রেকর্ড আর্মান্ডের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্বসুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আর এবার সেই নিজের রেকর্ড ভেঙে ফের ইতিহাসের পাতায় পোলভল্টার আর্মান্ড ডুপ্লান্টিস। উল্লেখ্য, ১৯৯৪ সালে সের্গেই বুবকা যে রেকর্ডটি করেছিলেন, সেটি ২০ বছর পর। অর্থাৎ ২০১৪ সালে ভাঙেন রেনঁ লাভিলেনি। সেই রেকর্ডটি গত সপ্তাহে ভেঙেছিলেন আর্মান্ড। তিনি ৬.১৭ মিটার উচ্চতায় শেষ করেন।

সুইডেনের পোলভল্টার গত সপ্তাহে গড়া নিজের রেকর্ডটি সম্প্রতি ভাঙলেন গ্লাসগোয়। তিনি নিজের রেকর্ডটি আরও একটু ভাল করলেন ৬.১৮ মিটার লাফিয়ে। রেকর্ড করার পর আর্মান্ড জানিয়েছেন, আমি সত্যিই উচ্ছ্বসিত। সামনেই অলিম্পিক। যে-কোনও অ্যাথলিটের জীবনেই অলিম্পিক সর্বোত্তম মিট। সেখানে নিজের সেরাটা দেওয়াই এখন লক্ষ্য।

Related posts

Leave a Comment