সেনাবাহিনীর স্থায়ী পদেও এবার মহিলারা- রায় সর্বোচ্চ আদালতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৩ বছর পর ঐতিহাসিক রায় দিলো সর্বোচ্চ আদালত। সেনাবাহিনীতে আর লিঙ্গ বৈষম্য থাকবে না। ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী কমিশনড পদে মহিলাদের নিয়োগে ছাড়পত্র সুপ্রিম কোর্টের। এতদিন মহিলারা শর্ট সার্ভিস কমিশনে চাকরি পেতেন। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্ট এই একই রায় দিয়েছিলো। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে মানসিকতা বদল করার কথা বলল উচ্চ আদালত। তবে কমব্যাট ফোর্সের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না বলেও জানানো হয়।
উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী- মহিলাদের সেনাবাহিনীতে স্থায়ী কমিশনড পদে নিয়োগ করতে হবে তারপরেই সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। কেন্দ্রের এহেন চিন্তাধারাকে লিঙ্গ স্টিরিওটাইপ বলে বর্ণনা করেছে শীর্ষ আদালত, যা কিনা মহিলাদের অপমান। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, যেসব মহিলা অফিসার ইতিমধ্যে স্থায়ী পদের জন্য আবেদন করেছেন আগামী তিন মাসের মধ্যে তাদের নিয়োগ করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সব শর্ত পুরুষদের মতোই থাকবে।
জানা গিয়েছে, সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছিলো কেন্দ্র সরকার। যার মধ্যে প্রধান কারণ হলো মহিলাদের শারীরিক সক্ষমতা ও মানসিক চাপ নেওয়ার ক্ষমতা। কেন্দ্র দাবি করেছিল, মহিলারা সামাজিক কারণেই পুরুষদের তুলনায় পিছিয়ে এবং শারীরিক দিকে দিয়েও তারা পুরুষদের থেকে পিছিয়ে।