Sajnay & YuviAccident Breaking News 

টুইটারে সঞ্জয় দত্তের পাশে থাকার বার্তা যুবরাজ সিংয়ের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বলিউডে আবারও দুশ্চিন্তার খবর। সঞ্জুবাবা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। সূত্রের খবর, গত মঙ্গলবার বিনা মেঘে বজ্রপাতের মতোই খবর ছড়ায় অভিনেতা সঞ্জয় দত্ত স্টেজ ৩ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। আবার কয়েকটি সংবাদমাধ্যমের খবরে লেখা হয়, সঞ্জুবাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত। এই রিপোর্ট আসার পরই বলিউডে ফের দুশ্চিন্তার ছায়া নেমে আসে।

উল্লেখ্য, কিছুদিন আগে সামান্য শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু তার ফল যে এমন হতে চলেছে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি সঞ্জয়ের ভক্তরা। হাসপাতাল সূত্রে খবর, সঞ্জয়কে যত দ্রুত সম্ভব মার্কিন মুলুকে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্রের আরও খবর, মঙ্গলবার রাতের এই দুঃসংবাদ আসার পরেই সোশ্যাল মিডিয়ায় “মুন্নাভাই”-এর ভক্তদের আরোগ্য বার্তায় ভরে গিয়েছে।

অন্যদিকে, সঞ্জয় দত্তের পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইট করলেন যুবরাজ সিং। প্রসঙ্গত, ২০১১ সালে ফুসফুসের ক্যান্সারেই আক্রান্ত হয়েছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। একজন প্রকৃত যোদ্ধার মতোই ক্যান্সারকে হারিয়ে আবার মাঠে ফিরেছিলেন যুবি। তাই এবার সঞ্জয়কে সাহস জোগাতে টুইট করলেন যুবরাজ। তিনি টুইটারে লিখলেন, ‘‘তুমি সবসময়, বরাবরই একজন যোদ্ধা ছিলে। আমি জানি, এটা কতটা যন্ত্রণার। আমার প্রার্থনা আর শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’’

Related posts

Leave a Comment